হীরার নেকলেস চুরি করল ইঁদুর!

হীরার নেকলেস চুরি করল ইঁদুর!

ভারতের কেরালার কাসারগড়ে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে একটি দোকান থেকে হীরার নেকলেস উধাও হওয়ার জন্য একটি ইঁদুর দায়ী। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ইঁদুরের চুরি। ভিডিও ফুটেজে ইঁদুরটিকে দোকান থেকে একটি হীরার নেকলেস সরাতে দেখা যায়। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটা নিয়ে মজার মন্তব্য করছেন। ৩০ সেকেন্ডের ভিডিওতে হীরার নেকলেসটি দেখা যায়। কিছুক্ষণ পর শেলফের পাশের এক কোণ থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে ইঁদুরটি হার নিয়ে পালিয়ে যায়।

 

একজন সিনিয়র পুলিশ অফিসার ভিডিওটি টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কার জন্য এই ইঁদুরটি হীরার নেকলেস চুরি করতে পারে?’ তার পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘অবশ্যই স্ত্রীর জন্য স্যার।’

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সবার অবস্থা একই… হোক সে স্বামী বা ইঁদুর।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অবশ্যই এটা বউয়ের জন্য নিয়েছে, অনেকদিন ধরেই নজর ছিল।’ একজন লিখেছেন, ‘মনে হচ্ছে, তার ওপর তার স্ত্রীর অনেক চাপ ছিল।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles