mission71

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ননে দক্ষিনপাড়া বাইতুল সালাত জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এ সময় দক্ষিনপাড়া গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রামবাসী জানান, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না। যদিও মসজিদটি গ্রামবাসীর উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ ও ছাদের ঢালাইটা বাকি ছিল। চেয়ারম্যান জিন্নাহ ও গ্রামবাসীর সহায়তায় বাকি কাজগুলো শেষ পর্যায়ে।

এ বিষয়ে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সনমান্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ মোল্লা, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি সাহাবুউদ্দীন সরকার, চড়ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু দায়েন খন্দকার, মসজিদ কমিটির সভাপতির মো.আক্তার হোসেন,ফজলুল হক মেম্বার, ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল সরকার, গোলাম মোস্তফা, মো.বারেকসহ গ্রামবাসী।

 

উদ্বোধনের পর চড়ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে চকলেট ও মাস্ক বিতরণ করেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।