mission71

সিএমএসএমই খাতে স্বচ্ছ প্রক্রিয়ায় আর্থিক প্রণোদনার আওতায় ঋণ বিতরণ করছে অগ্রণী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও অগ্রণী ব্যাংকের পান্থপথ শাখায় ২০ জন গ্রাহকের মাঝে ঋণ মঞ্জুরিপত্র প্রদান করেন। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সিএফও মো. মনোয়ার হোসেন (এফসিএ), ঢাকা সার্কেল-১ ও ২-এর জিএম মো. আনোয়ারুল ইসলাম, ক্রেডিট ডিভিশনের জিএম ড. মো. আবদুল্লাহ আল মামুন, ঢাকা সার্কেল-১-এর ডিজিএম সুকুমার দাস, আঞ্চলিক কার্যালয় ঢাকা উত্তরের অঞ্চলপ্রধান ও ডিজিএম শিরীন আখতার এবং পান্থপথ শাখার শাখাপ্রধান সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুল করিম সেখ প্রমুখ উপস্থিত ছিলেন।