mission71

মালদ্বীপের অর্থমন্ত্রী ও মনিটারি অথোরিটি গভর্নরের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী সম্প্রতি মালদ্বীপ সফর করেন। সফরকালে মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমির ও মালদ্বীপ মনিটারি অথোরিটি গভর্নর আলী হাশিম এর সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশী প্রবাসীদের ব্যাংকিং সেবা ও ব্যাংকিং চ্যানেলে সহজে রেমিট্যান্স দেশে প্রেরণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।