mission71
mission71

ভারতের প্রধান বিচারপতি যদি হঠাৎ একটি বাইকে করে আপনার সামনে এসে উপস্থিত হন তবে আপনি চমকে যাবেন তো? ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা চমকে গেছেন হার্লে ডেভিডসন বাইকে ভারতের বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে দেখে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন নিজের শহর নাগপুরেই রয়েছেন। এই লকডাউনে তাকে দেখা গেল অভিজাত ওই বাইকে চড়ে বাইরে বের হতে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তো হইহই রইরই ব্যাপার।

তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাইকের প্রতি ভালোবাসার কথা অনেকেই জানেন, আগে একটি বুলেট চালাতেন তিনি। তবে এবার কালো জামা এবং কালো প্যান্ট পরে একটি কালো হার্লে ডেভিডসনে চড়া প্রধান বিচারপতির ছবি টুইট করলো ‘বার অ্যান্ড বেঞ্চ’ নামে একটি সংস্থা।

টুইটে সংস্থাটি লেখে, ‘হার্লে ডেভিডসন (হার্লে ডেভিডসন লিমিটেড এডিশন সিভিও ২০২০) চালিয়ে দেখছেন ভারতের প্রধান বিচারপতি।’

এই ছবি দেখে অনেকেই চমকে গেছেন। কেউ কেউ আবার এই প্রশ্নও তুলেছেন যে, বাইক চালানো অবস্থায় ভারতের প্রধান বিচারপতির মাথায় হেলমেট বা মুখে মাস্ক পরা নেই কেন?

গত বছরের নভেম্বরে যখন ভারতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি বোবদে, তখনই তিনি একাধিক সাক্ষাৎকারে বাইকের প্রতি নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিলেন। গত বছর গোড়ার দিকে একটি ভারী বাইকের টেস্ট-রাইডের সময় আহতও হন তিনি। তবু বাইকের প্রতি ভালোবাসা তার একই আছে। এনডিটিভি