mission71

ব্যাংক এশিয়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারের কনফারেন্স হলে উদযাপিত হয়েছে। প্রধান অতিথি ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন কেক কেটে অনুষ্ঠান সূচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, পরিচালক এনাম চৌধুরী, সাবেক পরিচালক মশিউর রহমান, সাবেক এমডি সৈয়দ আনিসুল হক, প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান, আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী ও নাফিস খন্দকার। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরাসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন এবং সারা দেশের শাখা ব্যবস্থাপকরা অনলাইনে সংযুক্ত ছিলেন।