বীর উত্তম শামসুল আলম মারা গেছেন

বীর উত্তম শামসুল আলম মারা গেছেন

স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ও বাউফলের কৃতি সন্তান শামসুল আলম (৭৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে শামসুল আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় শামসুল আলমকে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান করেন।

শামসুল আলম ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমানবাহিনীর বীরসেনারা DHC3-OTTER বিমান দিয়ে প্রথমবার পাকিস্তানিদের বিরুদ্ধে সফল হামলা চালান। এ ছাড়াও ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল তার এক সহযোগী নিয়ে চট্টগ্রামের উপকূল রেখা বরাবর ইস্টার্ন রিফাইনারির তেলের ডিপোতে আক্রমণ করেন।

 

এদিকে, শামসুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান মরহুম শামসুল আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, তার মৃত্যুতে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম মিয়াসহ জেলার কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles