mission71

#বৃহত্তমঃ
১. মহাসাগর – প্রশান্ত মহাসাগর.।
২. মহাদেশ – এশিয়া মহাদেশ (দেশ- আয়তনে রাশিয়া ও জনসংখ্যায় চীন)
৩. পর্বতমালা – হিমালয় পর্বতমালা।
৪. সাগর – দক্ষিণ চীন সাগর। উপসাগর – মেক্সিকো উপসাগর।
৫. হীরক খনি – কিম্বার্লি (দ. আফ্রিকা)
৬. দ্বীপ – গ্রিনল্যান্ড। উপদ্বীপ – আরব উপদ্বীপ। ব-দ্বীপ – বাংলাদেশ।
৭. হ্রদ – কাস্পিয়ান।
৮. মরুভূমি – সাহারা। (আফ্রিকা মহাদেশে)
৯. জলপ্রপাত – নায়াগ্রা (কানাডা)
১০. গ্রহ – বৃহস্পতি।
#ক্ষুদ্রতমঃ
১. মহাদেশ- ওশেনিয়া মহাদেশ।
২. মহাসাগর – উত্তর মহাসাগর।
৩. দেশ – ভ্যাটিক্যান সিটি (আয়তনে ও জনসংখ্যায়)
৪. পাখি – হামিং বার্ড।
৫. গ্রহ – বুধ (সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ)
#দীর্ঘতমঃ
১. পর্বতমালা – আন্দিজ পর্বতমালা।
২. গিরিখাত – মালাক্কা গিরিখাত৷
৩. কৃত্রিম খাল – সুয়েজ খাল (মিশরে)
৪. নদী – নীল নদ (মিশরে)। (এশিয়ার দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং, ইউরোপের – ভলগা।)
৫. অববাহিকা – আমাজন।
৬. যুদ্ধ – শতবর্ষব্যাপী যুদ্ধ। (ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে)
৭. প্রণালি – তাতার প্রণালি।
৮. রেলপথ – ট্রান্স সাইবেরিয়ান।
#গভীরতমঃ
১. বিন্দু – মারিয়ানা টেঞ্চ (প্রশান্ত মহাসাগরে)
২. হ্রদ – বৈকাল হ্রদ। (বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এই হ্রদটি রাশিয়ায় অবস্থিত)
৩. খাল – পানামা খাল (পানামা)
৪. গিরিখাত – কলকা নদীর গিরিখাত।
৫. গুহা – ক্রুবেরা
#উচ্চতমঃ
১. মালভূমি – পামির (পৃথিবীর ছাদ বলা হয়)
২. জলপ্রপাত – এঞ্জেলস (ভেনিজুয়েলা)
৩. শহর – লাপাজ (বলিভিয়ার রাজধানী)
৪. পর্বতশৃঙ্গ – এভারেস্ট (নেপাল)
৫. হ্রদ – টিটিকাকা। (পেরু ও বলিভিয়ায় অবস্থিত)
#লুতুপুতু_তথ্যঃ
১. উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত – ২১ জুন। এদিন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে বলে – কর্কটসংক্রান্তি।
২. দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত – ২২ ডিসেম্বর। এদিন সূর্য দক্ষিণায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে বলে মকরসংক্রান্তি।
৩. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই দুইদিন পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়, এই দিনকে বলে বিষুব। ২১ মার্চ – বসন্তবিষুব এবং ২৩ সেপ্টেম্বর – শরৎবিষুব।
সংকলনেঃ গোলাম মোর্শেদ