mission71

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ২০১৮ সালের আগেও আশপাশের মানুষদের নিয়ে ঐক্য সৃষ্টি করেছিলেন। সেই ঐক্য সৃষ্টি এখন হাওয়ায় বিলীন হয়ে গেছে। দেখা গেছে বিএনপির যাদেরকে নিয়ে ঐক্য সৃষ্টি করেছে এখন তাদের মাঝেই অনৈক্য সৃষ্টি হয়েছে।’

রবিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা ঐক্যের ভিতরে অংশগ্রহণ করেছিলেন আজ তাদের বুকের ভিতর প্রচণ্ড অনৈক্যের মনোভাব। সেজন্য তাদের মাঝে ‘ঐক্যের প্রতিক্রিয়া’ নামে কিছু প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিদিনের নানা কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে এক ধরনের বাজাবাজির প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। খালি কলসি যেমন বেশি বাজে, তেমনি বিএনপির নেতারা বেশি বাজে।’
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, শফিকুল ইসলাম, আকতার হোসেন খাঁন, গিয়াস উদ্দিন খাঁন প্রমুখ।