mission71

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। করোনাকালীন দীর্ঘ ১৮ মাস বন্ধের পর আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সশরীরে রিভিউ ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তবে বন্ধ আছে আবাসিক হল সমূহ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম বলেন, “আজ সমাজ বিজ্ঞান বিভাগ ও পদার্থ বিজ্ঞান বিভাগের সশরীরে পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয় এবং আইন বিভাগে রিভিউ ক্লাস হয়। পর্যায়ক্রমে সকল বিভাগ রিভিউ ক্লাস ও সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করবে”।

এ বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সুমন জানান, ‘করোনা মহামারীর কারণে দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে সশরীরে পরীক্ষা দিতে পারায় অবশ্যই ভালো লাগছে, মনে হচ্ছে অনেক দিন পর প্রাণ ফিরে পেলাম। আবার, অনেক শিক্ষার্থী হলে উঠতে না পারায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমতাবস্থায়, প্রশাসনের উচিত অন্ততপক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য হলেও হল খুলে দেওয়া।

আইন বিভাগের শিক্ষার্থীদের সশরীরে রিভিউ ক্লাসে ফুল, চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। অন্যদিকে পরীক্ষা ও রিভিউ ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাতে সাজ সাজ রবে সাজানো হয়েছে প্রতিটি বিভাগকে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় বিভাগ গুলোকে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। বলা হয়, আবাসিক হল বন্ধ রেখে সেপ্টেম্বর এর মাঝামাঝি সময়ে যেকোনো বিভাগ চাইলে সশরীরে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে।