mission71

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বরিশালে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন, বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক আসমা আক্তার ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রেজা মো. মহসিন। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন।

পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মাঝে ইসলামিক বই পুরস্কার দেন প্রধান অতিথি। সবশেষ বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।