ঝিনাইদহে পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বসন্তবরণ অনুষ্ঠান পালিত হচ্ছে।
মঙ্গলবার সকালে শহরের আদর্শপাড়া মর্নিং বেল চিলড্রেন একাডেমি চত্বরে আয়োজন করা হয় পিঠা মেলার। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। সেখানে বাসন্তী সাজসহ শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সাথে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা মেলায় আসা শিশুরা বলেন, খুবই মজা হচ্ছে। ভালো লাগছে এবারের বসন্ত।
মেলার আয়োজক শাহীনুর আলম লিটন জানান, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করে দিতেই এ পিঠা মেলার আয়োজন। আর বসন্ত উপলক্ষে সারা দেশের ন্যায় এখানে বাসন্তী রঙে রঙিন হয়েছে।