mission71

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১১ হাজার ৬৪৪ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা টেস্ট করা হয় ১৯৪৩১ জনের। করোনা শনাক্তের হার ৮. ৯৫ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।