mission71

সামাজিক যোগাযোগমাধ্যমে আদর ও গোসল করানোর ভিডিও প্রকাশ করার পর একটি পোষা সিংহ আটক করেছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এক চীনা নাগরিক এই প্রাণীটি আমদানি করে একটি ভিলায় রেখে লালন-পালন করছিল। টিকটকে ভিডিও দেখার পর ৭০ কেজি ওজনের সিংহটির বিষয়ে গত এপ্রিলে তদন্ত শুরু হয়।

গত এপ্রিলে ভাইরাল হয়ে যাওয়া একটি টিকটক ভিডিওতে দেখা যায় একটি সিংহকে আদর করে স্নান করিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হওয়ায় তা প্রশাসনের নজরে পড়ে। এভাবে কোনো বন্য প্রাণীকে বন্দি করে রাখা বেআইনি। ফলে শুরু হয় সিংহের মালিককে খোঁজা। কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নেথ হিকত্রা ব?লেন, ‘এভাবে বন্য প্রাণীকে পোষ্য হিসেবে রাখার কোনো অধিকার কারো নেই।’

প্রাণী উদ্ধারকারী বেসরকারি সংস্থা ওয়াইল্ড লাইফ অ্যালায়েন্স এক ফেসবুক পোস্টে জানিয়েছে, যে বাড়িটি থেকে প্রাণীটি আটক করা হয়েছে সেটির পরিবেশ কোনো বণ্যপ্রাণীর জন্য উপযুক্ত নয়। ওই পোস্টে আরো জানানো হয়েছে, ‘সিংহটির ছেদন দাঁত এবং এর থাবার নখর ভেঙে দেওয়া হয়েছে। যাতে সিংহটির জীবনযাপনের মান নাটকীয়ভাবে কমে গেছে।’