mission71

মিশন একাত্তর

করোনার টিকা দেয়ার কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে দেড় কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া। চিকিৎসা সরঞ্জাম খাতের দেশীয় প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড বিশেষ ধরনের এ সিরিঞ্জ সরবরাহ করছে। গতকাল সর্বশেষ চালানে ৬৯ লাখ পিস সিরিঞ্জ ইন্দোনেশিয়ার উদ্দেশে জাহাজে তোলা হয়। এর আগে ৩ ডিসেম্বর প্রথম চালানের মাধ্যমে ইন্দোনেশিয়ার উদ্দেশে ৮১ লাখ সিরিঞ্জ পাঠানো হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগ। দেশে এ প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো করোনার টিকা দেয়ার উপযোগী সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা নেই। মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে দেশের ১৮ কোটি মানুষের জন্য টিকা দেয়ার সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা রয়েছে জেএমআইয়ের। —বিজ্ঞপ্তি