mission71

শুধু মুখের আকৃতি দেখলে নিশ্চিত মনে হবে এটা কুকুর। তবে সম্পূর্ণ আকৃতি দেখলেই তার উড়ে বেড়ানোর যে ডানা চোখে পড়বে, তখন হয়তো সবাই বলবে বাদুড়। তবে প্রশ্ন থেকেই যায়। এ কেমন বাদুড়?

শুধু মুখের আকৃতি দেখলে নিশ্চিত মনে হবে এটা কুকুর। তবে সম্পূর্ণ আকৃতি দেখলেই তার উড়ে বেড়ানোর যে ডানা চোখে পড়বে, তখন হয়তো সবাই বলবে বাদুড়। তবে প্রশ্ন থেকেই যায়। এ কেমন বাদুড়?

প্রকৃতিতে ঘুরে বেড়ানো এমন অনেক প্রাণীর খবরই আমরা জানি না। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত প্রাণীর মধ্যে আমরা কটাকেই বা দেখেছি। ইমোশনাল পেড্যান্ট নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে একটি বাদুড়ের ছবি আপলোড করা হয়েছে। কিন্তু এই প্রকার বাদুড় কেউ যদি আগে না দেখে থাকে তবে শুধু মুখটি দেখে তার মনে হবে এটি কোনো কুকুরকে এডিট করে বাদুড় বানানো হয়েছে। নয়তো কোনো বাদুড়কে এডিট করে কুকুর বানানো হয়েছে।

আসলে এটি এক প্রকার বাদুড় যাদের মুখটি সত্যিই এমন কুকুরের মতো দেখতে। এগুলোর নাম ‘বুয়েটিকোফার্স এপলেট্টেড ফ্রুট ব্যাট’। এই বাদুড় আফ্রিকার আইভরি কোস্ট, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, নাইজেরিয়া, সেনেগাল এবং সিয়েরা লিওনে-র মতো দেশে দেখতে পাওয়া যায়।

প্রকৃতিতে ঘুরে বেড়ানো এমন অনেক প্রাণীর খবরই আমরা জানি না। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত প্রাণীর মধ্যে আমরা কটাকেই বা দেখেছি। ইমোশনাল পেড্যান্ট নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে একটি বাদুড়ের ছবি আপলোড করা হয়েছে। কিন্তু এই প্রকার বাদুড় কেউ যদি আগে না দেখে থাকে তবে শুধু মুখটি দেখে তার মনে হবে এটি কোনো কুকুরকে এডিট করে বাদুড় বানানো হয়েছে। নয়তো কোনো বাদুড়কে এডিট করে কুকুর বানানো হয়েছে।

আসলে এটি এক প্রকার বাদুড় যাদের মুখটি সত্যিই এমন কুকুরের মতো দেখতে। এগুলোর নাম ‘বুয়েটিকোফার্স এপলেট্টেড ফ্রুট ব্যাট’। এই বাদুড় আফ্রিকার আইভরি কোস্ট, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, নাইজেরিয়া, সেনেগাল এবং সিয়েরা লিওনে-র মতো দেশে দেখতে পাওয়া যায়।