mission71

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগ্রাবাদ করপোরেট শাখার অধীনে ‘বেপারীপাড়া উপশাখা’ গতকাল রোববার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের ফয়েজ ম্যানশনে শুভ উদ্বোধন করা হয়। উপশাখার উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান সকাল ১০টায় ব্যাংকের উপশাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ইভিপি ও আগ্রাবাদ করপোরেট শাখাপ্রধান মিয়া মো: বরকত উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক (ডিউক)। এতে গেস্ট অব অনার ছিলেন, ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জোন কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম মঞ্জু, আগ্রাবাদ করপোরেট শাখার বিনিয়োগ ইনচার্জ ও এসএভিপি সালাহ উদ্দীন আহমদ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বেপারীপাড়া উপশাখা ইনচার্জ মুহাম্মদ নূর ছাফা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হচ্ছে দেশের কল্যাণমুখী একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। সততা ও সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশে^র অন্যতম এক হাজার ব্যাংকে মধ্যে স্থান করে নিয়েছে। ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি